শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৯:৫৫ অপরাহ্ন
॥স্টাফ রিপোর্টার॥ আগামী ১৭-২২শে ডিসেম্বর অনুষ্ঠিতব্য পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষ্যে রাজবাড়ী জেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে গত ১৩ই ডিসেম্বর সকালে কালেক্টরেটের সম্মেলন কক্ষে এডভোকেসী সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক আলিফ নূরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে জেলা প্রশাসক আবু কায়সার খান, বিশেষ অতিথি হিসাবে সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটন, অন্যান্যদের মধ্যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের জেলা কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মোঃ নিয়ামত উল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ ইসতিয়াজ ইউনুস এবং সঞ্চালনা করেন গোয়ালন্দ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা উম্মে তানিয়া।
এ সময় ইসলামিক ফাউন্ডশনের জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ ইয়াছিন মোল্যা, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বেসরকারী ক্লিনিক ও এনজিও’র প্রতিনিধিগণসহ জেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষ্যে রাজবাড়ী পরিবার পরিকল্পনা বিভাগের আওতাধীন সকল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সেবা কেন্দ্র থেকে ৭ দিন ২৪ ঘণ্টা সরাসরি ও কল সেন্টারের ১৬৭৬৭ হটলাইনের মাধ্যমে সারা বছরের ন্যায় পরিবার পরিকল্পনা সেবা, স্বাভাবিক ও জরুরী প্রসব সেবা, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা সেবা, গর্ভবতী, নবজাতক ও শিশু সেবা, প্রজনন স্বাস্থ্য সেবা, কৈশোরকালীন স্বাস্থ্য ও পুষ্টি সেবাসহ বিভিন্ন সেবা প্রদান বরা হবে।
Leave a Reply