রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ০৫:০২ পূর্বাহ্ন
॥সোহেল মিয়া॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আব্দুল মোমেন মোল্লা বদলীজনিত কারণে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গত ১৭ই জুন দুপুরে বহরপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির।
বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে সংবর্ধনায় অনুষ্ঠানে ইউপি সদস্য মোঃ শুকুর খান, মুরাদ বিশ্বাস, আরব আলী শেখ, খলিলুর রহমান, সংরক্ষিত মহিলা সদস্য বিউটি আক্তার ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আলাউদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় পরিষদের সকল সদস্য, গ্রাম পুলিশসহ ইউনিয়নের প্রায় দুই শতাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইউপি সচিব মোঃ আব্দুল মোমিন বহরপুর ইউনিয়ন হতে রাজবাড়ীর সদরের মূলঘর ইউনিয়ন পরিষদে যোগদান করবেন। আর বহরপুর ইউনিয়ন পরিষদে যোগদান করেন মোঃ রোকনুজ্জামান।
Leave a Reply