রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ০২:২৮ পূর্বাহ্ন
॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন গতকাল ১৮ই জুন বিকালে জঙ্গল বাজার মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
স্বেচ্ছাসেবক লীগ নেতা কানাই লাল মন্ডলের সভাপতিত্বে ও আবু সাঈদের সঞ্চালনায় সম্মেলনে জঙ্গল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর বিশ্বাস আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আহম্মেদ পারভেজ, সদস্য সচিব রাজু আহম্মেদ, সদস্য বাবুল আকতার, রেজাউল আলম, আসিফ আলম রেমন, গফফার শিকদার, রিয়াদ সরদার, অনুপম বিশ্বাস, আবু সাঈদ, শেখ ইউনুস আলী ও আরিফুল হাসান প্রমুখ বক্তব্য রাখেন।
সম্মেলনের দ্বিতীয় পর্বে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় তাৎক্ষনিকভাবে কারো নাম ঘোষণা না করে পরে জানানো হবে বলে জানান সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি আহম্মেদ পারভেজ।
Leave a Reply